top of page

বন্যপ্রাণ সপ্তাহ ২-৮ ই অক্টোবর ২০২০

আলোকচিত্র প্রতিযোগিতা*

প্রবন্ধ প্রতিযোগিতা*

*শুধুমাত্র দশম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের জন্য

জমা দেওয়ার শেষ  তারিখ

১৫ই  অক্টোবর ২০২০ 

পর্যন্ত বর্ধিত করা হয়েছে 

সুধী ত্রিপুরাবাসী, 'বন্যপ্রাণ সপ্তাহ ২০২০' উপলক্ষে আগামী ২-৮ ই অক্টোবর ২০২০, ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যপ্রাণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি উপলক্ষে দশম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ভিত্তিক নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ত্রিপুরার সমগ্র অংশের দশম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহনের সাদর আমন্ত্রন রইল।


(১) প্রবন্ধ প্রতিযোগিতা : (সর্বাধিক ১৫০০ শব্দ)
প্রথম বিভাগ– দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী 
বিষয়–(i) বন্যপ্রাণ সংরক্ষণে নাগরিকের দায়িত্ব
           (ii) শহুরে জীববৈচিত্র্যের গুরুত্ব
দ্বিতীয় বিভাগ /গ্রুপ–মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 
বিষয়–(i) ত্রিপুরার বন্যপ্রাণ–অতীত এবং বর্তমান
           (ii)  মানব ও বন্যপ্রাণীর সংঘর্ষ ও ত্রিপুরার নিরিখে তার ব্যবস্থাপনা 
ভাষা : বাংলা অথবা ইংরেজী ( যেকোনো একটি ) 

নিয়মাবলী : ( জমা করার আগে ভালোভাবে নিয়মাবলী দেখে নিন )

১. রচনা মৌলিক হওয়া বাঞ্ছনীয়। কোনো প্রকার প্রতিলিপি অথবা অনুবাদ গ্রহণ করা হবে না। একজন অংশগ্রহণকারী একটি বিষয়ে সর্বাধিক একটি করে দুইটি বিষয়ে সর্বমোট দুইটি প্রবন্ধ জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতিটি লেখা দুইটি আলাদা ফাইলে একই ফর্মে জমা করতে হবে। প্রতিটি লেখার উপর স্পষ্টভাবে বিষয় উল্লেখ থাকতে হবে। 
২. বাংলা বা ইংরেজি যেকোনো একটি ভাষায় লেখা জমা দিতে হবে।  

৩. একাধিক ভাষার অনাবশ্যক ব্যবহার একটি প্রবন্ধে  করা যাবে না। 
৪. লেখা পাঠাবেন পিডিএফ বা ওয়ার্ড ফাইলে টাইপ করা অথবা  সাদা কাগজের এক পিঠে স্পষ্ট লেখার ভালো ছবি তুলে উন্নতমানের জেপিজি  (ন্যূনতম ৩০০ ডিপিআই ) অথবা ছবির পিডিএফ ফাইল আপলোড করবেন।

৫. প্রবন্ধের বিষয় স্পষ্টভাবে প্রবন্ধের  শুরুতে লেখা থাকতে হবে।  

৬.  প্রতিযোগীর নাম বা ফোন নাম্বার, ইমেল বা অন্য কোনো প্রকার যোগাযোগের মাধ্যম প্রবন্ধের কোনো অংশে লেখা যাবে না। 
৭.  পাঠানো লেখায় বাংলা ফন্ট-জনিত কোনো প্রকার সমস্যা হলে বিকল্প ফাইল পাঠানোর জন্য যোগাযোগ করা হবে। 

৮.  একটি ইমেল আইডি থেকে জমাকৃত প্রবন্ধ কেবলমাত্র একজন অংশগ্রহণকারীর হিসেবেই  বিবেচিত হবে। একাধিকবার জমাকৃত  প্রবন্ধ এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম জমাকৃত ফাইল গুলোকেই বৈধতা দেওয়া হবে। অনিবার্য কারণবশত : কোনো প্রকার ভুল হলে  ই মেল করুন wildtripura@gmail.com এ।

৯. প্রবন্ধ জমা দেওয়ার সময় শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত  বৈধ পরিচয়পত্রের ছবি জমা দেওয়া বাধ্যতামূলক।         

                         

 

                             *জমা দেওয়ার জন্য অংশগ্রহণকারীর gmail একাউন্ট থাকা আবশ্যক।                              

                                 *জমা দেওয়ার লিংক ১৫ ই অক্টোবর ২০২০ পর্যন্ত খোলা থাকবে

(২) আলোকচিত্র প্রতিযোগিতা : ( যে কোনো একটি বিভাগে সর্বাধিক তিনটি আলোকচিত্র। একজন প্রতিযোগী কেবলমাত্র একটি বিভাগেই অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ শুধুমাত্র দশম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য   )
   বিষয় : আপনার এলাকার বন্যপ্রাণ ও জৈববৈচিত্র্য ( গৃহপালিত জীববৈচিত্র্য ব্যতীত )  
   বিভাগ–(i) মোবাইল ফোটোগ্রাফি
              (ii) ডিএসএলআর / পয়েন্ট এন্ড শুট ক্যামেরা ফোটোগ্রাফি


   

নিয়মাবলী : ( জমা করার আগে ভালোভাবে নিয়মাবলী দেখে নিন )


১. ছবি অবশ্যই অংশগ্রহণকারীর নিজের তোলা হতে হবে।
২. একজন অংশগ্রহণকারী সর্বাধিক ৩ টি ছবি জমা করতে পারবেন। 
৩. বন্যপ্রাণ সম্পর্কিত নৈতিকতা লঙ্ঘিত হয় এরূপ ছবি গ্রহণযোগ্য নয়।  
৪. গৃহপালিত এবং খাঁচায় রাখা প্রাণীর ছবি গ্রহণযোগ্য নয়। 
৫. হাতে রাখা/ হাত দিয়ে ধরে রাখা কোনো বন্যপ্রাণীর ছবি গ্রহণযোগ্য নয়। 
৬. ছবি পাঠাবেন শুধুমাত্র জেপিজি ফর্মেটে।
৭. ছবিতে কোনো প্রকার লোগো বা ওয়াটারমার্ক রাখা যাবে না।   
৮. ছবির আকার একদিকে ন্যূনতম ৬০০ পিক্সেল এবং ন্যূনতম ১৫০ ডিপিআই হতে হবে ।
৯. একটি ছবি সর্বাধিক ১৫ মেগাবাইট পর্যন্ত গ্রহণযোগ্য হবে।     
৯. পোস্ট-প্রসেসিং  ন্যূনতম রাখা বাঞ্ছনীয়। 
১০. ছবিতে কেবলমাত্র নিম্নলিখিত পোস্ট-প্রসেসিং সমূহ সীমাবদ্ধ ভাবে করা যাবে। Brightness-contrast, Crop, Shadow-Highlight, Exposure level এবং Sharpness.
১১. উক্ত পোস্ট-প্রসেসিং সমূহের অবাঞ্ছিত  মাত্রাতিরিক্ত প্রয়োগ বর্জনীয়।
১২. প্রয়োজনে পুরস্কারের জন্য মনোনীত ছবি যাচাইয়ের জন্য ছবির অপরিবর্তিত মূল ফাইল প্রতিযোগীকে জমা করার অনুরোধ করা যেতে পারে। সেক্ষেত্রে যথাসময়ে জমা না করা ছবি বাতিল গণ্য করা হতে পারে।
১৩. কোভিড -১৯ সময়কালীন সরকারী  নির্দেশিকা মেনে ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন আলোকচিত্র প্রতিযোগিতার বিষয় অনুসারে যে কোনও বন্যজীবনের (প্রাণী এবং গাছপালার) শুধুমাত্র গৃহস্থালী এবং সংলগ্ন এলাকায় যেমন বাগান বা বাড়ীর আশেপাশের  অন্যান্য স্থানে তোলা ছবি এই প্রতিযোগিতায় জমা দেওয়ার জন্য অংশগ্রহণকারীদের উৎসাহিত করে । যে কোনও সংরক্ষিত বনাঞ্চলে তোলা ছবি  ( অভয়ারণ্য / জাতীয় উদ্যান সহ ) এই প্রতিযোগিতায় কঠোরভাবে নিষিদ্ধ এবং প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। 

১৪.  একটি ইমেল আইডি থেকে জমাকৃত  ছবি কেবলমাত্র একজন অংশগ্রহণকারীর হিসেবেই  বিবেচিত হবে। একাধিকবার জমাকৃত  ছবির ক্ষেত্রে শুধুমাত্র প্রথম জমাকৃত ফাইল  গুলোকেই বৈধতা দেওয়া হবে।  অনিবার্য কারণবশত : কোনো প্রকার ভুল হলে  ই মেল করুন :  wildtripura@gmail.com এ।

১৫.  ছবি জমা দেওয়ার সময় শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত  বৈধ পরিচয়পত্রের ছবি জমা দেওয়া বাধ্যতামূলক।     


 

                             

                              *জমা দেওয়ার জন্য অংশগ্রহণকারীর gmail একাউন্ট থাকা আবশ্যক।  

                                *জমা দেওয়ার লিংক ১৫ ই অক্টোবর ২০২০ পর্যন্ত খোলা থাকবে

      
 

পুরস্কার এবং মানপত্র :


১. সকল বৈধ অংশগ্রহণকারীদের ই- সার্টিফিকেট ইমেল করে দেওয়া হবে। 
২. প্রতিটি বিভাগ থেকে বিচারক কতৃক ৩ জনকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থাথানাধীকারী হিসেবে পুরস্কৃত করা হবে।  
৩. প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার সংগ্রহ করার স্থান, তারিখ এবং অন্যান্য সম্পর্কিত তথ্য ওয়েবসাইটের এই পেজ এ  ২২/১০/২০২০ তারিখ প্রকাশিত হবে।

 


শর্তাবলী :


১.    শুধুমাত্র অনলাইনের নির্দিষ্ট ফর্মে লেখা এবং ছবি জমা দেওয়া যাবে। অন্য কোনো স্থানে জমা দেওয়া লেখা এবং ছবি প্রতিযোগিতায় গৃহীত হবে না।প্রয়োজনে যোগাযোগ করুন । ইমেইল : wildtripura@gmail.com
২.  ছবি জমা দেওয়ার সময় শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রের ছবি জমা করা বাধ্যতামূলক ৩. ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন ত্রিপুরার বন্যপ্রাণ বিষয়ক সচেতনতামূলক অথবা/এবং শিক্ষামূলক এবং অবাণিজ্যিক প্রচারমূলক কাজে প্রতিযোগিতায় জমা দেওয়া সমস্ত প্রকার মৌলিক কাজ সম্পূর্ণভাবে, আংশিকভাবে অথবা প্রয়োজনানুসারে আংশিক রূপান্তরিত ভাবে ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশনের বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারে। সর্বপ্রকার ক্ষেত্রে কৃতিত্ব উল্লেখ করা হবে।   
৪. প্রতিযোগী কতৃক জমাকৃত যেকোনো প্রকার তথ্য, প্রবন্ধ এবং আলোকচিত্রের  ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশনের বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে ব্যবহার ব্যতীত কোনো তৃতীয় পক্ষ কতৃক যেকোনো স্থানে ব্যবহারের জন্য ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন দায়ী থাকবে না। 
৫. প্রতিযোগী কতৃক কোনো প্রকার কপিরাইট লঙ্ঘনের জন্য ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন দায়ী থাকবে না। 
৬. প্রতিযোগিতায় ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন এর বিচারক মন্ডলীর রায় চূড়ান্ত বিবেচিত হবে। 
৭. অনিবার্য কারনবশত যেকোনো সময়ে ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন কতৃক সম্পূর্ণ বা আংশিক ভাবে        প্রতিযোগীতা প্রত্যাহৃত হতে পারে।

 প্রয়োজনে অথবা যদি কোনো প্রযুক্তিগত কারণে ছবি বা প্রবন্ধ জমা করতে অসুবিধা হয়  যোগাযোগ করুন । ইমেইল :
event1wildtripura@gmail.com

bottom of page